হালুয়াঘাট প্রেসক্লাবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নামে মিথ্যা অভিযোগ ও সংবাদ মাধ্যমে বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশনের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র সাহা।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের উদ্দেশ্যে ঘটনার বিস্তারিত তথ্য উপস্থাপন করে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেন। তাঁরা জানান, মন্দিরে ঘটে যাওয়া ঘটনায় কোনো সম্প্রদায়ের শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্য ছিল না।
হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের হাতে রয়েছে মন্দির পরিচালনার দায়িত্ব। কমিটির নিয়ম অনুযায়ী মন্দিরের আয়-ব্যয়ের হিসাব পরিষদের নিকট দায়বদ্ধ। সর্বশেষ ৪ নভেম্বর দুই বছরের মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে, যা যথাযথভাবে অনুমোদিত। তবে, কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছে। গত ২২ নভেম্বরে অনুমোদনহীন সভা করার চেষ্টা মন্দির প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি করে এবং দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কিছু ব্যক্তি আহত হন। পরিষদ এই ঘটনার প্রেক্ষিতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার, হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন ধর, কামাক্ষা মাতার মন্দির কমিটির সভাপতি মিত্র বর্ধন পাল, সম্পাদক সঞ্জয় কুমার সরকার, কেন্দ্রীয় শ্মশান কমিটির সম্পাদক বিপুল ঘোষ প্রমুখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর