ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ চার অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)–এর ওসি মো.জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. শাহাদাৎ হোসেন ও সঙ্গে থাকা ফোর্স ভোররাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁদপুর জেলার মো.ইউনুস পাটোয়ারীর ছেলে মো.আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), মানিকগঞ্জ জেলার শহিদুল ইসলামের ছেলে মো. মনোয়ার হোসেন টিটু (২৮), ঢাকা জেলার মো.আঃ মতিনের ছেলে মো. আল আমিন স্বপন (৩০) এবং ঢাকা জেলার মো. আব্দুল আজিজের ছেলে মো.জুলহাস মিয়া (৩০)।
ডিবি (উত্তর) জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে শক্তি প্রদর্শনের সময় গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় সীমান্ত সরকার (২৫) নামের একজন গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই ঢাকা জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমানের নির্দেশে এলাকায় বিশেষ অভিযান শুরু করে ডিবি। ডিবির ওসি জানান আশুলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিটুর নেতৃত্বে মঙ্গলবার রাতের গোলাগুলির ঘটনায় সিমান্ত ২৫ নামে এক যুবক আহত হয়ে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ডিবি (উত্তর)–এর ওসি মো.জালাল উদ্দিন জানান, অভিযানকালে মান্নান পাটোয়ারীর দেখানো মতে একটি সিলভার রঙের ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, একটি সিলভার রঙের খালি ম্যাগাজিন এবং একটি বিদেশি পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়। পিস্তলের ব্যারেলে ‘7.65 ROUND MADE IN U.S.A’ এবং অপর পাশে ‘AUTOMATIC’ লেখা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আশুলিয়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর