চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ জেঁকে বসা শুরু হয়েছে। গত দুইদিন ধরে তাপমাত্রা থাকছে ১৩ ডিগ্রির নিচে। আজ শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। পরে সকাল ৯টায় এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়ায় ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ। তাপমাত্রা নিচের দিকে নেমে আসায় অনুভুত হচ্ছে তীব্র শীত । বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল ১১টা পর্যন্ত শীত বেশি অনুভুত হচ্ছে। উত্তরের দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসে শীতে কষ্ট পাচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষেরা।
প্রতিদিনই সকালের দিকে কিছুটা কুয়াশা থাকছে। শীত উপেক্ষা করে মাঠে কাজ করছেন কৃষকরা। কাজের প্রয়োজনে গ্রাম থেকে বিভিন্ন যানবাহনে মানুষ শহরের দিকে আসছেন। কৃষি শ্রমিক ও দিনমজুরদের শীতে সকালের দিকে কিছুটা দুর্ভোগে পড়তে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া জৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, গত ২৩ নভেম্বর চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এরপর থেকে তাপমাত্রা আর বাড়েনি। তাপমাত্রা ১২.৬ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। এ কারণে শীত অনুভুত হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর