বিশ্বের প্রায় কয়েকশ কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। পাশাপাশি অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মও এটি। প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় এই হোয়াটসঅ্যাপে।
হোয়াটসঅ্যাপ এখন আর শুধু চ্যাট বা কল করার অ্যাপ নয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি উল্লেখযোগ্য আয়ের উৎস হতে পারে। বিশেষ করে হোয়াটসঅ্যাপ বিজনেস ছোট ব্যবসা, অনলাইন বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারীদের জন্য অত্যন্ত সহায়ক। এই অ্যাপে রয়েছে এমন সব সুবিধা, যা ব্যবহার করে পণ্য বা পরিষেবা পেশাদারভাবে উপস্থাপন করা যায় এবং আরও বেশি ক্রেতার কাছে পৌঁছানো সম্ভব।
বাঁধাধরা বেতনের চাকরিতে মাসের খরচ সামলানো কত কঠিন, তা ভুক্তভোগীরাই ভালো জানেন। ফলে অতিরিক্ত আয়ের প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। সময় কম থাকলেও হাতে থাকে মোবাইল, আর তাতেই থাকে মানুষের সবচেয়ে সহজ সঙ্গী হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বিজনেসের নানা সুবিধা ব্যবহার করে খুব সহজেই অতিরিক্ত আয় করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।
১. ক্যাটালগ ব্যবহার করে পণ্য বিক্রি
হোয়াটসঅ্যাপ বিজনেসে থাকা ক্যাটালগ সুবিধাটি খুবই কার্যকর। এতে পণ্যের ছবি, দাম এবং বিবরণ যোগ করা যায়। গ্রাহকেরা সরাসরি হোয়াটসঅ্যাপেই অর্ডার করতে পারেন। বহু ছোট ব্যবসা প্রতিদিন এই সুবিধা ব্যবহার করে হাজার হাজার টাকা আয় করছে।
২. সম্প্রচার তালিকা ও গ্রুপের মাধ্যমে প্রচার
হোয়াটসঅ্যাপের সম্প্রচার সুবিধা একসঙ্গে অনেককে বার্তা পাঠানোর সুযোগ দেয়। এটি বিপণনের জন্য অত্যন্ত ফলপ্রসূ। পাশাপাশি বিভিন্ন গ্রুপে পরিষেবা বা নিজের দক্ষতা প্রচার করেও আয় করা যায়। যেমন অনলাইন কোর্স, স্থানীয় পরিষেবা বা কেনাকাটার গ্রুপ।
৩. সহযোগী বিপণন (অ্যাফিলিয়েট) থেকে আয়
সহযোগী বিপণন আয়ের সবচেয়ে সহজ মাধ্যম। নিজের গ্রুপ বা পরিচিতদের সঙ্গে বিভিন্ন অনলাইন ক্রয়-বিক্রয় প্ল্যাটফর্মের লিঙ্ক শেয়ার করতে পারেন। লিঙ্কের মাধ্যমে কেউ পণ্য কিনলে কমিশন পাওয়া যায়।
৪. দক্ষতা বা পরিষেবা বিক্রি
হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নিজের দক্ষতা এবং পরিষেবাও বিক্রি করা সম্ভব। যেমন গ্রাফিক্স ডিজাইন, পড়ানো, ফ্রিল্যান্স কাজ বা যেকোনো পেশাগত পরামর্শ। এই পরিষেবাগুলোকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করা যায়।
৫. গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি
হোয়াটসঅ্যাপের তাত্ক্ষণিক যোগাযোগ, স্বয়ংক্রিয় উত্তর, দ্রুত প্রতিক্রিয়ার সুবিধা ব্যবসাকে আরও বিশ্বাসযোগ্য করে তোলে। এতে গ্রাহক বাড়ে, আয়ের পথও প্রসারিত হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর