পাংশা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মরহুম আব্দুল আজিজ সরদারের কবর জিয়ারত করে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ নির্বাচনী মাঠে নেমেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি মরহুম আব্দুল আজিজ সরদারের কবর জিয়ারত করেন। এর আগে বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে রাজবাড়ী-২ সহ ৩৬টি আসনের মনোনয়ন ঘোষণা করেন। এরপর থেকেই বিএনপির এই নেতা নিজের মায়ের কবর এবং পাংশা শাহজুই রহ. মাজার জিয়ারত করেন।
রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে তিনি তার মনোনয়ন প্রতিযোগিতায় থাকা অন্য নেতাদের কর্মী-সমর্থকদের বাসা ও অফিসে ছুটে যাচ্ছেন।
মরহুম আব্দুল আজিজ সরদারের কবর জিয়ারতকালে উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, মরহুম আব্দুল আজিজ সরদারের ছেলে ও উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, ছোট ছেলে ও পৌর কৃষক দলের আহ্বায়ক দেলোয়ার সরদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাজবাড়ীর পাংশায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পাংশা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। পরে আগতদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী ও মাদ্রাসার ছাত্ররা মোনাজাতে শরিক হন।
এ সময় রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হারুন অর রশীদ বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক। দেশের জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর