বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উদ্যোগে বিশেষ দোয়া করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজ পর সিরাজগঞ্জ শহরের ইসলামিলা কলেজ মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বিএনপির সহ্রসাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এ সময় তিনি সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুই হাত তুলে মহান রাব্বুল আলামিনের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। দেশের ক্রান্তিলঙ্গে মহান আল্লাহ যেন তাকে সাফা দান করেন।
দোয়া মাহফিলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম, নুর কায়েম সবুজ, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, শহর বিএনপির সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পৌরসভার নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর