বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সরিষাবাড়ী উপজেলা ও পৌর যুবদল দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম জিএস, পৌর যুবদলের আহ্বায়ক রমজান আলী, সদস্য সচিব মো. মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়াও শুক্রবার জুমার নামাজের পর উপজেলার সকল মসজিদ, মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা সংকটাপন্ন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর