আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি এখনও ২৮টি আসন ফাঁকা রেখেছে। ইতিমধ্যে দল ২৭২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকা আসনগুলো মূলত যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ইতিমধ্যে সমমনাদের সঙ্গে আনানুষ্ঠানিক আলোচনায় বসেছেন, তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
দ্বিতীয় ধাপে ঘোষিত ৩৬ আসনের মধ্যে সমমনা দল ও জোটের তিন নেতার আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করেছে, যা নিয়ে সমমনাদের মধ্যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিএনপি দাবি করছে, সমমনাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সমমনাদের নেতারা জানিয়েছেন, প্রথম ধাপের ২৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
ঢাকার কয়েকটি আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার জন্য সমঝোতা সাপেক্ষে আসন ফাঁকা রাখা হয়েছিল। তবে দ্বিতীয় ধাপে চারটি আসনে প্রার্থী ঘোষণার পর সেই সম্ভাবনা শেষ হয়ে গেছে। বিএনপি প্রার্থীদের বাছাই করেছে বিশ্লেষণ ও বিজয় সম্ভাবনার ভিত্তিতে, আবেগের দ্বারা নয়। সমমনাদের তিন নেতার আসনে দলীয় প্রার্থী দেওয়া হলেও বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সমমনাদের সঙ্গে আলোচনা চলছে। তারা যেসব আসনে প্রার্থী দেবেন, সেখানে বিএনপি প্রার্থী দেবে না।
ঢাকার ২০টি আসনের মধ্যে প্রথম ধাপে ১৩টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, ৭টি আসন ফাঁকা রাখা হয়েছিল। দ্বিতীয় ধাপে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে—ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ এবং ঢাকা-১৮। ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০ আসন এখনো ফাঁকা রয়েছে। ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে বিএনপি সমর্থন করছে। ঢাকা-২০ আসনের মনোনয়নপ্রত্যাশী চারজন—তমিজ উদ্দিন, ইয়াসিন ফেরদৌস (মুরাদ), সুলতানা আহমেদ এবং নাজমুল হাসান (অভি)।
গতকাল ১২ দলীয় জোট বৈঠকে শরিকরা বিএনপির প্রার্থী ঘোষণায় বিস্মিত ও ক্ষুব্ধ ছিলেন। বৈঠকে আলোচনায় বলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের প্রস্তুতি ও সরকার গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা এই প্রার্থী ঘোষণার মাধ্যমে পূর্ণ হয়নি। অন্যদিকে, বাংলাদেশ লেবার পার্টি দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ছিন্ন করেছে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতা এখনও হয়নি। অনানুষ্ঠানিক আলোচনা চললেও প্রথম ও দ্বিতীয় ধাপে প্রার্থী তালিকা ঘোষণার আগে কোনো আলোচনা হয়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর