গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন সংলগ্ন লাইনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ময়মনসিংহের সাথে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বরমীর ইউনিয়নের সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। এ সংবাদ লিখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ছয়টা) ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।
স্থানীয় লোকজন ও ট্রেনের যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন বিকেল চারটার দিকে শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। ওই স্টেশন থেকে ছাড়ার পর সাতখামাইর স্টেশনের কাছাকাছি যাওয়া মাত্রই ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ হয়। এরপরই ট্রেনের গতি কমে গিয়ে ইঞ্জিনে থাকা মবিল ছড়িয়ে ছিটিয়ে ট্রেনের যাত্রীদের গায়ে পড়তে থাকে। এসময় যাত্রীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ট্রেন দাঁড়িয়ে ছিল।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ শামীম জানান,' বলাকা ট্রেনটি শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছার কথা ছিল। কিন্তু সাতখামাইর স্টেশনের আগেই ওই ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ অঞ্চলের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে আনতে ইতিমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে। ইঞ্জিন বিকলের ঘটনায় আশপাশে স্টেশন কয়েকটি ট্রেন যাত্রাবিরতি করছে।'
কুশল/সাএ
সর্বশেষ খবর