কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতের আঁধারে পাচারের সময় ৪ হাজার কেজি (৪ মেট্রিক টন) ডিএপি সার জব্দ করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় নছিমন বোঝাই গাড়ির গতিবিধি সন্দেহ হলে তা স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দিলে খবর পেয়ে নছিমনসহ সার জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সার ডিলার হালিমা খাতুনের সারের গোডাউন মেসার্স রাদিয়া ট্রেডার্স (যার বীজ লাইসেন্স নং-১৫১২ ও সার লাইসেন্স নং-৪৭৯৫) থেকে রাত ১০টার দিকে একটি নছিমনে ডিএপি সার অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছিল। সার বোঝাই নছিমনটি মাস্টার মোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সেটি আটক করে। এসময় স্থানীয়রা নছিমন চালককে সার কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে চালক সদুত্তর দিতে পারেনি। ফলে তারা গাড়ি আটক করে রাখে। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটিনাস্থলে গিয়ে সারসহ নছিমনটি জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় কৃষক আজিজুল হক ও আরিফ হোসেন জানান, এলাকার কৃষকরা সার পাচ্ছে না।
সারের অভাবে তারা ফসলের আবাদ করতে অনিশ্চয়তায় ভুগছেন। অথচ এই ডিলারের কাছে সার কিনতে গেলে পাওয়া যায় না। পেলেও চড়া দামে কিনতে হয়। শুধু তাই নয় এই ডিলার এর আগে অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা দিয়েছে বলেও জানান তারা।
ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানা পুলিশের উপ পরিদর্শক নাদিম জানান, এসিল্যান্ড ও ওসি'র নির্দেশে রাতেই নছিমনসহ সার জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে সার ডিলার হালিমা বেগমের দেখা মিললেও গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শনিবার তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, জব্দকৃত সার ও নছিমন থানা হেফাজতে রয়েছে। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা তদন্ত করছেন বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর