স্মৃতি মান্দানা অবশেষে সকল জল্পনা–কল্পনার ইতি টেনেছেন। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে নিজের বিয়ে ভেঙে যাওয়ার কথা তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
গত কয়েক সপ্তাহ ধরেই তাঁদের বিয়ে ঘিরে নানা গুঞ্জন চলছিল। ২৩ নভেম্বর বিয়ের দিন ঠিক থাকলেও মান্দানার বাবার হঠাৎ অসুস্থতার কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। শেষ পর্যন্ত সেই বিয়েই বাতিল হওয়ার সিদ্ধান্ত নিলেন ভারতীয় এ তারকা ওপেনার।
সমাজমাধ্যমে মান্দানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব। তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’
মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের এক দিনের বিশ্বকাপজয়ের মুহূর্তে পিচে দাঁড়িয়েই মান্দানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। পরে শোনা যায়, পলাশের বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ ওঠে। এমনকি স্মৃতির ভাই ও সতীর্থদের অনেকেই নাকি সমাজমাধ্যমে তাকে আনফলো করেন। নানা গুঞ্জনের মধ্যেই আজ সকালে মান্দানা জানিয়ে দিলেন— বিয়ে আর হচ্ছে না।
কুশল/সাএ
সর্বশেষ খবর