আগামী জুনে পর্দা উঠবে ২৩তম ফিফা বিশ্বকাপের। টুর্নামেন্ট শুরু হতে এখনও প্রায় ছয় মাস বাকি থাকলেও ফিফা ইতোমধ্যেই প্রকাশ করেছে পূর্ণাঙ্গ সূচি।
৪৮ দলের এই মহাযজ্ঞে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের নজর স্বাভাবিকভাবেই থাকবে তিন তারকাখচিত দলের দিকে—ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগাল। কারণ একটাই—লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি। তাই অনেকেরই জানতে ইচ্ছে, কবে মাঠে নামছে এই তিন দল?
আসন্ন বিশ্বকাপে প্রতিটি দল গ্রুপপর্বে খেলবে তিনটি করে ম্যাচ। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে মেক্সিকো ও কানাডা। তবে ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের গ্রুপপর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। আর গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া ও উজবেকিস্তান; বাকি একটি দল নির্ধারিত হবে মার্চের প্লে-অফ থেকে।
তিন দলের মধ্যে সবার আগে মাঠে নামবে ব্রাজিল। একই দিন নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে মেসি ও রোনালদোর দলও।
জুন ১৪
*ব্রাজিল vs মরক্কো – দুপুর ২টা, নিউইয়র্ক–নিউজার্সি
জুন ১৭
*আর্জেন্টিনা vs আলজেরিয়া – দুপুর ৭টা, কানসাস সিটি
*পর্তুগাল vs ফিফা প্লে-অফ ১ – সকাল ৫টা, হিউস্টন
জুন ২০
*ব্রাজিল vs হাইতি – সন্ধ্যা ৭টা, ফিলাডেলফিয়া
জুন ২২
*আর্জেন্টিনা vs অস্ট্রিয়া – সকাল ৫টা, ডালাস
জুন ২৩
*পর্তুগাল vs উজবেকিস্তান – সকাল ৫টা, হিউস্টন
জুন ২৫
*ব্রাজিল vs স্কটল্যান্ড – দুপুর ২টা, মায়ামি
জুন ২৮
*আর্জেন্টিনা vs জর্ডান – বিকেল ৮টা, ডালাস
*পর্তুগাল vs কলম্বিয়া – দুপুর ১১:৩০, মায়ামি
বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন সহআয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। গ্রু পর্বের লড়াই শেষে ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত হবে রাউন্ড অব ৩২ এর ম্যাচ। ৪ থেকে ৭ জুলাই হবে শেষ ষোলোর ম্যাচ। কোয়ার্টার ফাইনাল ৯-১২ জুলাই। সেমিফাইল অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৮ জুলাই। পরের দিন নিউ ইয়র্কে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরের।
কুশল/সাএ
সর্বশেষ খবর