জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নিজ বাসার সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, পুরনো একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে বাসার সামনে থেকে আটক করেছে ডিবি পুলিশ।
সাজু/নিএ
সর্বশেষ খবর