জয়পুরহাটের আক্কেলপুরে রোববার দুপুরে ট্রেনের ধাক্কায় মন্টু নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৭ ডিসেম্বর) রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন ছেড়ে যায়। এরপর ভালকি ব্রিজের কাছে মন্টু (২২) নামের ওই যুবক রেললাইন দিয়ে যাওয়ার সময় ওই ট্রেনের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । সে আক্কেলপুর উপজেলার চকরোয়ার গ্রামের সেকেন্দার আলীর ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই যুবকের মাথার সমস্যা রয়েছে। ট্রেনের হুইসেল দিলেও সে বুঝতে না পাড়ায় এ দুর্ঘটনার স্বিকার হন তিনি । পরিবারের লোকজন এসে লাশটি বাড়িতে নিয়ে যায়। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন, তিতুমীর ট্রেনের ধাক্কায় সে মারা যায়। পরিবারের লোকজন মরদেহটি নিয়ে যাওয়ার কারনে জিআরপি লাশ নিতে আসেনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর