বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী দলের হুঙ্কার জাতির জন্য লজ্জার ও অবমাননাকর । শুধু স্বাধীনতার বিরোধিতাই নয় , তারা পাক হানাদার বাহিনীর সহযোগী বাহিনী তৈরী করে গণ হত্যায় শামিল ছিল। একাত্তরে কৃতকর্মের জন্য এখন পর্যন্ত অনুশূচনা বা ক্ষমা না চেয়ে উল্টো উত্তেজনাকর বক্তব্য দিয়ে গণতন্ত্রের পথে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে ।
রবিবার রাতে হালুয়াঘাট মুক্ত দিবস উপলক্ষে হালুয়াঘাট সাধারণ পাঠাগার আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন , বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধী দল স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত স্বাধীনতার চেতনার ধারক ও বাহক বিএনপিকে লাল কার্ড দেখাতে চায় । কিন্তু মুক্তিকামী জনগণ একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময়ই তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে ।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অহঙ্কার । মুক্তিযুদ্ধকে আমরা ধারণ করি , মুক্তিযুদ্ধের চেতনাকে অমরা ধারণ করি , লালন করি । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে , মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পথে স্বাধীনতা বিরোধী একটি দল পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে । তিনি বিস্ময় প্রকাশ করে বলেন , স্বাধীনতার ঘোষক বীর উত্তম জিয়াউর রহমানের বদন্যতায় বহুদলীয় গণতন্ত্রের হাত ধরে রাজনীতিতে থাকলেও আওয়ামী লীগের মতোই তারা অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে । তিনি মুক্তিযোদ্ধাসহ জনগণের প্রতি এই দলের কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে হালুয়াঘাটের ঐক্যের প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান ।
তিনি বলেন , “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে তিনি আরও বলেন, “স্বাধীনতার মূল্যবোধ ধরে রাখতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানতে হবে।”
তিনি বলেন “আসন্ন নির্বাচনে তিনি বিজয়ী হলে , হালুয়াঘাটে মুক্তিযুদ্ধের জাদুঘর প্রতিষ্ঠা করা হবে , সেখানে হালুয়াঘাটের দল মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধাদের ছবি সহ পরিচিতি , রণাঙ্গনের যুদ্ধের অডিও ভিউজিয়াল ইতিহাস এবং সাক্ষাৎকার প্রদর্শন করা হবে । হালুয়াঘাটে সম্মূখ সমরে যুদ্ধের স্থান সমূহে স্মৃতি স্তম্ভ স্থাপন ও দিবস উদযাপন করা হবে ।
হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পাঠাগারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আসলাম মিয়া বাবুল ,হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ,ইমাম উদ্দিন আহমেদ, আবু হাসনাত বদরুল কবীর বক্তব্য রাখেন। এ ছাড়াও হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর