জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে ভুলক্রমে ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট সেবনে দুই বিয়াইয়ের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রবিবার রাতে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় প্রাণ হারিয়েছেন বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৪৫) এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া ওরফে কোম্পানি (৫০)।
স্থানীয় ও পরিবার সূত্রের তথ্য অনুযায়ী, রবিবার দুপুরে কমল মিয়া ব্যক্তিগত কাজে বিয়াই কানকু মিয়ার বাড়িতে যান। সঙ্গে করে তিনি ক্ষেতের ইঁদুর দমনের জন্য ইঁদুরনাশক গ্যাস ট্যাবলেট নিয়ে আসেন। সেখানে অবস্থানকালে তিনি হঠাৎ গ্যাসট্রিকের ব্যথা অনুভব করেন এবং বিয়াইকে জানান। এ সময় ভুল করে পকেটে থাকা ইঁদুরনাশক ট্যাবলেটকেই সাধারণ ওষুধ ভেবে দুই বিয়াই দুইটি করে সেবন করেন।
ট্যাবলেট সেবনের কিছুক্ষণের মধ্যেই তাদের বুকে জ্বালা, মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা দেয়। দ্রুত চিকিৎসা নিতে যাওয়ার পথে কানকু মিয়ার অবস্থার অবনতি হয়। অন্যদিকে কমল মিয়া সবুজপুর এলাকায় গিয়ে বমি করতে করতে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়—ট্যাবলেটটি গ্যাসের ওষুধ নয়, বরং প্রাণঘাতী ইঁদুরনাশক।
তাৎক্ষণিকভাবে তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা সংকটজনক দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই কানকু মিয়া মারা যান। রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কমল মিয়াও।
দুই পরিবারের দুই প্রধান অভিভাবকের মৃত্যুতে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে নেমে আসে গভীর শোক। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। গ্রামবাসীরা বলেন,
“এক মুহূর্তের ভুলে দুইজন মানুষের মৃত্যু—এটা কেউ ভাবতেই পারেনি। গ্যাস ট্যাবলেটের গন্ধ থাকে, কিন্তু সরলতার কারণে হয়তো তারা বুঝতে পারেননি।”
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বাড়িতে বিষাক্ত দ্রব্য অসতর্কভাবে রাখার কারণেই এমন দুর্ঘটনা ঘটে। তারা বিপজ্জনক ও বিষাক্ত সামগ্রী আলাদা স্থানে রাখার আহ্বান জানান।
দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “দুই পরিবারের পক্ষ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”
হঠাৎ দুই পরিবারের দুই অভিভাবকের মৃত্যুতে শোকের মাতম এখনো কাটিয়ে উঠতে পারেনি দুই গ্রাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর