সিরাজগঞ্জ সদরের নলিছাপাড়া এলাকার একটি কলাবাগান থেকে গতকাল চোখ উপড়ানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের ১০ ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মূলত প্রেমের সম্পর্কের জেরে মরিয়ম নামে ওই নারীকে হত্যা করে প্রেমিক সোহেল রানা।
রোববার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ। নিহত মরিয়ম (৪৫) সদর উপজেলার খোকসাবাড়ী এলাকার বাসিন্দা। এবং গ্রেপ্তার হওয়া সোহেল রানা সদর উপজেলার গুনেরগাঁতী গ্রামের মো. আসাদুল্লাহর ছেলে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ বলেন, মরিয়ম বেগম প্রবাসে থাকতেন। প্রায় দুইতিন বছর ধরে তার সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহেল তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সেদিন তারা দুজন স্বেচ্ছায় ওই নির্জন স্থানে মিলিত হয়েছিলেন। পরে সম্পর্ক ও বিয়ের বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মরিয়মকে হত্যা করে কলা পাতা দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায় সোহেল। তাকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর