সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২শ ৬৫ বোতল ভারতীয় কোরেক্স সহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের কাদপুর সীমান্তে থেকে ইব্রাহিম খলিল (২৫) কে আটক করে ডিবি পুলিশ। সে ওই এলাকার মোঃ ইয়ার আলী'র ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল স্যার এর দিকনির্দেশনায় এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সাথে নিয়ে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করি। অভিযানে ২৬৫ বোতল ভারতীয় মাদক কোরেক্স সহ এক মাদক চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়েছি। এ'ঘটনায় কলারোয়া থানায় নিয়মিত মাদক মামলা দিয়ে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরা জেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর