জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হচ্ছে।
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন মিয়া। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আফজাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন নওগাঁ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আল মামুন প্রমুখ। স্কুলের শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিস দুর্নীতি বিরোধী প্রামাণ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর