ফরিদপুরের নগরকান্দায় নানা কর্মসচীর মধ্যে দিয়ে রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে " নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি " এই প্রতিপাদ্য কে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী প্রমুখ।
আলোচনা সভা শেষে অদম্য নারী পুরস্কার ২০২৫ এর আওতায় নগরকান্দা উপজেলার ৫ জন সফল নারীর হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর