“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, জেলা সঞ্চয় কর্মকর্তা সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ, সফল জননী রাজিয়া বেগম, শিক্ষার্থী নাজিয়া নাওয়ারা ও ফাতেমা খাতুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহŸায়ক সাফায়েত উল্লাহসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা, নারীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক অগ্রযাত্রায় নারীর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আলোচনা সভা শেষে অর্থনীতি, শিক্ষা, সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় জেলার ৫ জনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়া নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলায় অদম্য নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।#
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর