হালুয়াঘাটে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোলে জান্নাত সেতুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রফিক উদ্দিন, উপজেলা মহিলা দলের সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নিলু প্রমুখ।
বক্তারা বলেন, বেগম রোকেয়া শুধু নারী শিক্ষার অগ্রদূতই নন, তিনি বাঙালি নারীর সাহস, জাগরণ ও আত্মমর্যাদার প্রতীক। তার আদর্শ অনুসরণ করে সমাজে নারীর নিরাপদ ও সমান অধিকার নিশ্চিত করা সময়ের দাবি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অদম্য ৫ জন নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাসুম/সাএ
সর্বশেষ খবর