দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে ভূরুঙ্গামারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন যৌথভাবে দিবসটি উদযাপনের আয়োজন করে।
পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এতে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যানের মধ্যে উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, জামায়াতের জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন, এনসিপির ভূরুঙ্গামারী প্রধান সমন্বয়কারী মাহফুজুল ইসলাম কিরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক শেফালী খাতুন ও এএসআই শামসুজ্জামান বক্তব্য রাখেন।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহাদৎ হোসেন বলেন, দুর্নীতি প্রতিরোধ একটি সামাজিক চর্চার বিষয়। দুর্নীতি প্রতিরোধে সকলকে সচেতন ও শুদ্ধতার চর্চায় অভ্যস্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোল হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর