জেলা প্রশাসন, নেত্রকোনা এবং পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা এর যৌথ উদ্যোগে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” অনুযায়ী বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
০৯ ডিসেম্বর সকাল ১১:০০ ঘটিকা থেকে বেলা ৫:০০ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসন, নেত্রকোনা এবং পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কেন্দুয়া উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন। মোবাইল কোর্টে কেন্দুয়া উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ এবং কেন্দুয়া থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।
মোবাইল কোর্টে একটি (০১) ইটভাটার কাঁচা ইট ধ্বংস ও পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয় এবং ১০০০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া আরো তিনটি ইটভাটাকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল মতিন।
কুশল/সাএ
সর্বশেষ খবর