রৌমারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক এ আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মহিম আল মোস্তাকুর। আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মুক্তার হোসেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নারীরা।
উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, নারীর প্রতি নির্যাতন শুধু একটি পরিবারই নয়, পুরো সমাজকে অস্থিতিশীল করে তোলে। ডিজিটাল যুগে অনলাইন নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।
সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, নারীরা আজ দেশের উন্নয়নে প্রতিটি খাতে অবদান রাখছেন। শিক্ষা, অর্থনীতি, প্রশাসন সব জায়গাতেই নারীর অংশগ্রহণ বাড়ছে এটাই আমাদের অগ্রগতির প্রমাণ।
উপজেলা মো: মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুর বলেন, নারী নির্যাতন প্রতিরোধে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। বেগম রোকেয়ার আদর্শ আমাদের নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।
অদম্য নারী সানজিদা পারভীনের ক্রেস্ট গ্রহণ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন,“আমি খুব সাধারণ একজন নারী। জীবনের সব প্রতিকুলতা জয় করে আজকের অবস্থানে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। পরিবার, সমাজ সব জায়গাতেই নানা বাধা ছিল। কিন্তু হাল ছাড়িনি। নিজের ওপর বিশ্বাস ছিল, পরিশ্রম করলে পথ মিলবেই। আজ ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা পেয়ে আমি সত্যিই অনুপ্রাণিত। এই স্বীকৃতি আমার জন্য দায়িত্বও বটে। ভবিষ্যতে আমার এলাকার নারীদের পাশে দাঁড়াতে চাই, তাদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তুলতে কাজ করতে চাই।
অদম্য নারী হিসেবে নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ায় চার জন অদম্য নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর