নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি নেতা দাউদার মাহমুদের সমর্থকরা। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমর্থকরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।
প্রায় এক ঘণ্টা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলার পর ঘটনাস্থলে পৌঁছান বিএনপি নাটোর জেলা বিএনপির যুগ্ম- আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দাউদার মাহমুদ।
তিনি উপস্থিত জনতাকে শান্ত হতে আহ্বান জানিয়ে বলেন, এখন সময় বিক্ষোভের নয়, সময় প্রার্থনার। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য সবাই দোয়া করুন। ধৈর্য ধরুন, শান্ত থাকুন।
পরে সেখানেই বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা-কর্মীরা অংশ নেন এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
নাটোর-৩ সিংড়া আসনকে ঘিরে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে এই আন্দোলন নতুন মাত্রা পেলেও দাউদার মাহমুদের আহ্বানে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাময়িকভাবে শান্ত হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর