নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করেছেন লিপি খাতুন। ১৫ বছর বয়সে পারিবারিক ভাবে বিয়ে হয় লিপির, বিয়ের পর থেকে দেখতে পারেন স্বামী নেশাগ্রস্ত কাজ কাম না করে নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে চলত নির্যাতন লিপির উপর।
এক পর্যায়ে লিপির স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় এরই মধ্যে লিপির কোল জুড়ে একটা কন্যা শিশুর জন্ম হয়। স্বামী মারা যাওয়ার পর নতুন করে শশুর বাড়ির লোকজনের অত্যাচার নেমে আসে বিভীষিকার মত লিপির জীবনে ।
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের দলাগিলা গ্রামের লিপি খাতুনও দমে যাওয়ার মত মেয়ে নয় তিনি সংগ্রাম শুরু করেন এক মাত্র কণ্যাকে সাথে নিয়ে। হাস মূরগীর পূলনের পাশাপাশি কৃষিকাজে নেমে পড়েন লিপি এরই মধ্যে তিনি জানতে পারেন ইসলামিক রিলিফ বাংলাদেশ এতিম শিশুদের নিয়ে কাজ করেন, তখন ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিসে যোগাযোগ করেন, তখন তারা আলোর দিশা দেখায়। তাদের সহায়তায় আমি ও আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভাল আছি বলে জানান লিপি খাতুন। আমার মেয়ে ৭ম শ্রেণীতে পড়ে,বেশ ভাল আছি আপনারা দোয়া করবেন।
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যব্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ পাংশা ও কালুখালি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেষ্ট গ্রহণ করেন লিপি খাতুন।
একই ক্যাটাগরিতে রাজবাড়ীর কালুখালি উপজেলার কালিকাপুর ইউনিয়নের পুরাতন কালুখালি গ্রামের মুক্তিয়ারা পারভীন মুক্তি তিনিও ক্রেষ্ট ও সম্মাননা গ্রহণ করেন। তার এই সফলতার পিছনে রয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশের অবদান।
এদিকে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠিমালিয়াট গ্রামের নাসরিন সুলতানা ও কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের গংগানন্দনপুর গ্রামের সেলিনা আক্তার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেষ্ট ও সনদ পত্র গ্রহণ করেন। তাদের এই সাফল্যের পিছনে ইসলামিক রিলিফ বাংলাদেশ নামক সংস্থার ব্যাপক অবদান রয়েছে বলে সম্মাননা গ্রহণ কারী নাছরিন সুলতানা, সেলিনা আক্তার,মুক্তিয়ারা পারভীন ও লিপি খাতুন জানান।
ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজবাড়ী ফিল্ড অফিস ইনচার্জ সুমী বিশ্বাস বলেন আমরা সমাজের অসহায় এতিমদের নিয়ে কাজ করি, আমাদের চেষ্টায় অবহেলিত পরিবার গুলো ঘুরে দাড়াতে পারছেন, পাংশা ও কালুখালি উপজেলায় আমাদের সহযোগিতা পাওয়া ৪ জন নারী আজ পুরস্কৃত হওয়ায় খুব ভালো লাগছে। আমরা আমাদের কাজ করছি।
কুশল/সাএ
সর্বশেষ খবর