কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক হাজার ইয়াবাসহ নাটোরের দুই মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে নাগেশ্বরী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার কলেজ মোড় থেকে এই দুজন মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নাটোরের লালপুর উপজেলার কামারহাটি গ্রামের মৃত বাদল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (৪৮) ও একই জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে সুরুজ আলী(৩১)। এসময় মাদক সরবরাহ কাজে ব্যবহৃত তাদের খয়েরি রঙের একটি এলিয়েনকার (রেজি. নং ঢাকা মেট্রো-গ ৩৩-৩৬১৮) জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে প্রাইভেটকার যোগে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিলো। তাদের নামে নাটোর ও সিলেটে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযান পরিচালনাকারীএস আই অপূর্ব জানায়, মঙ্গলবার সকাল ১০টা থেকে নাগেশ্বরীর গাগলা বাজার ও কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে চৌকস টিম টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। দুপুর ২টার দিকে কলেজ মোড়ে সন্দেহজনক প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি চালালে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় প্রাইভেটকারে থাকা দুই জন পালিয়ে যেতে চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দল্লা হিল জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর