রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার বিপিএম মো. মনজুর মোরশেদ মতবিনিময় করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা রাজবাড়ী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আসন্ন জাতীয় নির্বাচনের আগে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার রোধ, শহরের বিভিন্ন অংশ সহ দৌলতদিয়ায় মাদকের ব্যবহার ও রমরমা বিক্রি বন্ধের দাবি জানান তারা।
এছাড়াও যুবসমাজের অনলাইন জুয়ায় আসক্তি বন্ধ এবং স্কুল-কলেজ ছুটির সময় ও সন্ধ্যার সময় শিক্ষার্থীদের অবাধ আড্ডা বন্ধ করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।
সাংবাদিকরা অভিযোগ করেন, শহরের রাস্তাগুলো ব্যাটারি চালিত রিকশার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইজিবাইক চলাচল এবং ফুটপাত দখল মুক্ত করে জনসাধারণের দুর্ভোগ কমানোরও দাবি জানান তারা।
রাজবাড়ী পুলিশ সুপার বিপিএম (সেবা) মো. মনজুর মোরশেদ জানান, তিনি নতুন হিসেবে রাজবাড়ীতে এসেছেন এবং জেলার বিভিন্ন সমস্যা নিরসনে কাজ করবেন। তবে সমস্যা নিরসনে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি জেলায় মাদকের অবাধ ব্যবহার, অবৈধ অস্ত্র উদ্ধার, ফুটপাত দখল, স্কুল-কলেজের আশেপাশে কিশোরদের অবাধ চলাচল বন্ধ, ইভটিজিং ও অনৈতিক কর্মকাণ্ড রোধ করতে কাজ করবেন। তিনি সুন্দর একটি রাজবাড়ীর জন্য সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ তাপশ কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সহিদুল হক সহ জেলা পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর