আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগসংক্রান্ত প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এটি নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে বর্তমানে তিনি কোনো মন্তব্য করতে চান না। এ বিষয়ে সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় তথ্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই জানানো হবে বলে জানান তিনি। যদিও তিনি ইঙ্গিত দেন, তফসিল ঘোষণার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন।
সংবাদ সম্মেলনে কোন দল থেকে তিনি নির্বাচন করবেন—এ প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, এখনো দল নির্ধারণ করা হয়নি।
এর আগে গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে নির্বাচন করার লক্ষ্যে তিনি বুধবারই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) থেকে প্রার্থী হতে পারেন। এ প্রসঙ্গে জানা যায়, তিনি ইতোমধ্যে এই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।
এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ নিয়েও খবর ছড়িয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন ছাত্রনেতা উপদেষ্টা হিসেবে জায়গা পান।
সাজু/নিএ
সর্বশেষ খবর