ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ কয়েক দফা দাবিতে রাজধানীর কারওয়ান বাজার মোড় অবরোধ করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সড়কে আগুন জ্বালিয়ে তারা অবরোধ শুরু করলে ওই এলাকাসহ আশপাশের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে গত রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের দাবির মধ্যে রয়েছে- মোবাইল ফোনের আমদানি শুল্ক কমানো, আমদানি প্রক্রিয়া সহজ করা, এবং এনইআইআর সিস্টেম চালুর পরিকল্পনা বাতিল বা সংস্কার।
আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর পদ্ধতি চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে আইএমইআই নম্বর ব্যবহার করে অবৈধ, চুরি করা বা অনুমোদনহীন মোবাইল ফোন শনাক্ত ও ব্লক করা হবে।
কিন্তু ব্যবসায়ীরা বলছেন, এই ব্যবস্থা চালু হলে লাখো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। তাদের অভিযোগ, নতুন নীতিটি নির্দিষ্ট একটি গোষ্ঠীর বিশেষ সুবিধা তৈরি করবে এবং অতিরিক্ত শুল্ক ও বিধিনিষেধের কারণে সাধারণ ভোক্তার জন্য মোবাইল ফোনের দাম আরও বেড়ে যাবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ব্যবসায়ীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর