শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে কুইজ প্রতিযোগীতা, কুরআন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নালিতাবাড়ী প্রাথমিক শিক্ষক মিলনায়তনে প্রায় তিনশত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ। মহান বিজয়ের মাস উপলক্ষে কুইজ প্রতিযোগীতার পাশাপাশি প্রায় তিন শত ছাত্র-ছাত্রীদের কাছে অর্থসহ কোরআন বিতরণ করা হয়।
ইসলামী ছাত্র শিবির নালিতাবাড়ী উপজেলা শাখা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও শেরপুর-২ আসনে জামায়াত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসু নির্বাচিত প্যানেলের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ও তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাবেক ভিপি আব্দুল্লাহ আল মিনহাজ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদের আহবায়ক আল-আমীন, ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শাহাদত হোসেন বিএসসি, ইসলামী ছাত্র শিবির গাজীপুর মহানগরীর কলেজ ও ফাউন্ডেশন বিষয়ক সম্পাদক ও পৌর জামায়াতের নায়েবে আমীর আরিফ রাব্বানী ও পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন প্রমূখ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর