ময়মনসিংহের হালুয়াঘাট থানার নবাগত ওসি ফেরদৌস আলম বলেছেন, “জুয়া ও মাদকের বিরুদ্ধে হালুয়াঘাট থানার জিরো টলারেন্স। এসব অপরাধে জড়িত কারো প্রতি কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, মাদক ও অপরাধ দমনে সবাইকে এগিয়ে আসতে হবে এবং যেকোনো তথ্য পেলে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে হালুয়াঘাট থানার ওসির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সভায় ওসি উপস্থিত সাংবাদিকদের সাথে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন এবং পুলিশি সেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। তিনি জানান, হালুয়াঘাটকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও গণমানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি হাতেম আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, হালুয়াঘাট থানার ওসি (তদন্ত) রাজন চন্দ্র পাল, হালুয়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা বাবুল হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকরা এলাকার সমস্যা ও জনদুর্ভোগের নানা বিষয় ওসির কাছে তুলে ধরেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর