ফ্লোরিডার এক ব্যস্ত হাইওয়েতে ঘটলো চাঞ্চল্যকর দুর্ঘটনা। চলন্ত গাড়ির ওপর হঠাৎ করেই আকাশ থেকে ধেয়ে এলো একটি ছোট বিমান। ড্যাশক্যামে ধরা পড়া ভয়াবহ সেই মুহূর্তের ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, মাঝ-আকাশে বিমানটির ইঞ্জিন হঠাৎ শক্তি হারিয়ে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করলেও শেষ মুহূর্তে ভারসাম্য রাখতে ব্যর্থ হন। ফলে বিমানটি সোজা গিয়ে পড়ে একটি চলন্ত গাড়ির ওপর। সংঘর্ষের তীব্রতায় আশপাশের গাড়িচালকদের মধ্যেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে এক নারী যাত্রীকে চিৎকার করে বলতে শোনা যায়, “ওহ মাই গুডনেস!”
বিমানটি যে গাড়ির ওপর পড়ে, সেটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সি এক নারী। স্বাভাবিকভাবেই হাইওয়ে ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় এমন ঘটনা তার জীবনে যে ঘটবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। প্রচণ্ড ধাক্কা সত্ত্বেও তিনি প্রাণে অক্ষত থাকেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেওয়া হয়।
দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই হাইওয়ের বড় অংশজুড়ে আগুন ও কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও উদ্ধারকারী দল। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং ধ্বংসস্তূপ সরাতে বেশ সময় লাগে।
পাইলট ও বিমানে থাকা অন্য যাত্রীর অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বিমানটির ইঞ্জিন কেন হঠাৎ বিকল হলো তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমান বিশেষজ্ঞরা বলছেন, ছোট বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে পাইলটরা সাধারণত খোলা জায়গায় জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু ব্যস্ত হাইওয়েতে নামতে গেলে ঝুঁকি বেড়ে যায় বহুগুণ, আর যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সূত্র: দ্য ওয়াল
মাসুম/সাএ
সর্বশেষ খবর