মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. মাসুদ (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা এলাকার তিনতলা এক আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাসুদ ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার মৃত ফালু বেপারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে মাসুদের কাছে থাকা ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাসুদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর