রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মাসুদ শেষ প্রবাস থেকে ফিরে শুরু করেছিল পাটখড়ির ব্যাবসা। কয়েক কোটি টাকার তার এই পাটখড়ির ব্যবসা।
বিভিন্ন গ্রাম থেকে পাটখড়ি ক্রয় করে ব্যাবসার জন্য বিভিন্ন ফ্যাকটারী মিলে ও চুয়াডাংঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন পানের বরজে তিনি পাটখড়ি সাপ্লাই দিয়ে আসছিল।
বুধবার (১০ ডিসেম্বর) বিকালে রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের পাশে আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ব্যাবসার জন্য রাখা পাটখড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় মাসুদ শেখের প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
পাংশা ও কালুখালির ২ টি ফায়ারসার্ভিসের টিম ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাসুদ শেখ নিরিবিলি প্রাকৃতিক মানুষ বিদেশ থেকে ফিরে গচ্ছিত টাকা ও জমি বিক্রি করে তিনি ব্যবসা শুরু করেছিল। তিনি কোন সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সারাদিন এই ব্যবসা নিয়েয় থাকতেন।
ক্ষতিগ্রস্থ মাসুদ বলেন, ৩২ হাজার পাটখড়ি ও ১৬ হাজার বাছাইকৃত পাটখড়ি পুড়িয়ে দিয়েছে যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
এ ঘটনায় মাসুদ শেখ বৃহস্পতিবার বাদী হয়ে পাংশা মডেল থানায় রকি নামের একজনের নাম উল্লেখ করে ২/৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মূঈল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর