বছরের শেষ প্রান্তে এসে গ্রাহকদের জন্য বড়সড় কেনাকাটার আয়োজন নিয়ে হাজির হয়েছে দারাজ বাংলাদেশ। ‘১২.১২ গ্র্যান্ড ইয়ার-এন্ড সেল’ ১১ ডিসেম্বর রাত ৮টা থেকে শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত, যেখানে গ্রাহকেরা পাবে বছরের শেষ মুহূর্তে পছন্দের পণ্য কেনার সুযোগ, আকর্ষণীয় ছাড়, এবং বৈচিত্র্যময় কেনাকাটার অভিজ্ঞতা।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এবারের ক্যাম্পেইনে থাকছে অসংখ্য আকর্ষণীয় ডিল, মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% ছাড়। সব ক্যাটাগরিতেই বাজারের তুলনায় সর্বনিম্ন মূল্য নিশ্চিত করেছে দারাজ। সঙ্গে থাকছে সাইট-ওয়াইড ডেলিভারি অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি।
গ্রাহকদের কেনাকাটা আরও সাশ্রয়ী করতে দেশের শীর্ষস্থানীয় পেমেন্ট পার্টনারদের সঙ্গে বিশেষ চুক্তি করেছে দারাজ। এই ক্যাম্পেইন চলাকালীন ডিজিটাল পেমেন্ট করলে গ্রাহকরা ১৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় উপভোগ করতে পারবে। পাশাপাশি বড় অংকের লেনদেনের ক্ষেত্রে ০% ইএমআই সুবিধার সঙ্গে থাকছে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক অথবা রিওয়ার্ড জেতার সুযোগ।
আকর্ষণীয় ফ্ল্যাশ সেল থেকে শুরু করে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডে- সব মিলিয়ে বছর শেষ করার সেরা শপিং গন্তব্য হতে যাচ্ছে দারাজ ১২.১২ গ্র্যান্ড ইয়ার এন্ড সেল। অফারগুলো লুফে নিতে ভিজিট করুন দারাজ অ্যাপ অথবা ওয়েবসাইট।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর