জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারগণময়দান এলাকায় র্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানাযায়, পৌরসভার শিমলা বাজার গণময়দান এলাকায় কুয়েত প্রবাসী শামীম হোসেনের বাসা ভাড়া নিয়ে এএসআই মহর উদ্দিনের স্ত্রী লিপি খাতুন (৩৫) তিন সন্তান নিয়ে বসবাস করছিলেন। নিহত লিপি খাতুন কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের কুয়েত প্রবাসী মঞ্জুরুল হকের কন্যা। তিনি ঢাকার মোহাম্মদপুর র্যাব-২ (প্রেষণে) এ কর্মরত এএসআই মহর উদ্দিনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, ভোররাতে অজ্ঞাত ব্যক্তিরা শ্রমকল্যাণ কেন্দ্রে দেয়াল টপকে বাসার গ্রিলকেটে ঘরে প্রবেশ করে। চুরির একপর্যায়ে লিপিকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী লিপির কন্যা তার মামা শাহজাদাকে ফোন করে বিষয়টি জানান। শাহজাদা ও লিপির মা দ্রুত বাসায় এসে লিপিকে উদ্ধার করে হাসপাতালে নেন। ভোর ৬টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে সহকারি পুলিশ সুপার এনামুল হকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরিষাবাড়ী থানা পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর