বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১৪৭ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান বলেছেন, বাংলাদেশকে একটি আদর্শ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।
তিনি বলেন,“আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে পারি, তাহলে আমাদের এই প্রচেষ্টা কখনোই ব্যর্থ হবে না ইনশাল্লাহ।” আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের কল্যাণে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যেই সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) ১০নং সিধলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনাটি বাজার ও আশপাশ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা দপ্তর, প্রচার ও গৌরীপুর উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব আবদুল বারি,১০নং সিধলা ইউনিয়ন শাখার সভাপতি জনাব মুসলেম উদ্দিন,ইউনিয়ন শাখার সেক্রেটারি ডা. কাজিম উদ্দিন,১নং মইলাকান্দা ইউনিয়ন শাখা যুব বিভাগের সভাপতি জনাব ফরহাদ হোসেন বাবু,৪নং ওয়ার্ড সভাপতি রানা,এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
কুশল/সাএ
সর্বশেষ খবর