জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ম্যাগনিটিউড ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ)।
জেএমএর তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে (০২:৪৪ জিএমটি) আওমোরি প্রিফেকচারের উপকূলে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল প্রায় ২০ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)ও ভূমিকম্পটির মাত্রা ৬.৭ বলে নিশ্চিত করেছে।
জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের ত্রুটি বা অস্বাভাবিকতা পাওয়া যায়নি।
দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, সোমবার একই এলাকায় আঘাত হানা ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের তুলনায় এবারের কম্পনের তীব্রতা কম ছিল। তবে সোমবারের ভূমিকম্পে সড়ক ধসে যায়, ভবনের জানালা ভেঙে যায় এবং উপকূলে সর্বোচ্চ ৭০ সেন্টিমিটার উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছিল।
সে সময় জেএমএ হোক্কাইডো থেকে টোকিওর পূর্বাঞ্চল চিবা পর্যন্ত বিস্তৃত এলাকায় বিরল বিশেষ সতর্কতা জারি করেছিল। কর্তৃপক্ষ জানিয়েছিল- এক সপ্তাহের মধ্যে আরও বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে।
২০১১ সালের ভয়াবহ ৯.০ মাত্রার ভূমিকম্প ও সুনামি, যা প্রায় ১৮ হাজার ৫০০ মানুষের মৃত্যু ও নিখোঁজ হওয়ার কারণ হয়েছিল, এখনও জাপানের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের মনে আতঙ্ক হয়ে আছে। নতুন এই ভূমিকম্প সেই আশঙ্কা আবারও বাড়িয়ে দিয়েছে।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর