পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় প্রস্তাবিত 'বাবরি মসজিদ' চত্বরে আজ প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক প্রস্তুতি ও গণজোয়ার গত ৬ই ডিসেম্বর তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবীর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।
প্রথম জুমার নামাজ উপলক্ষে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। ইসলামে জুমার নামাজের বিশেষ গুরুত্ব থাকায় এতে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় হয়।
সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই শত শত মুসলমান মসজিদ এলাকার দিকে ছুটছেন। নামাজে উপস্থিতি লাখের ঘরে পৌঁছাতে পারে বলেও আয়োজকরা আশা করছেন।
নামাজ শেষে ভোজের আয়োজন নামাজ শেষে প্রায় এক হাজার মানুষের বিনামূল্যে খাবারের ব্যবস্থাও করা হয়েছে। রান্নার দায়িত্বে থাকা দলের একজন সদস্য জানান, তারা দেড় কুইন্টাল চালসহ অন্যান্য সামগ্রী এনেছেন এবং এই সেবার মাধ্যমে পুণ্য (সওয়াব) অর্জিত হবে। মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষের দান করা ইটের স্তূপও দেখা গেছে নামাজস্থলের পেছনে।
১৯৯২ সালের ৬ই ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল। সেই দিনটিকে স্মরণে রেখে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর।
সূত্র- এনডিটিভি
কুশল/সাএ
সর্বশেষ খবর