ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি কোমায় আছেন।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানান, “শরিফ ওসমান হাদীর অবস্থা অত্যন্ত গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন।”
হামলার সময় ওসমান হাদী নির্বাচনী এলাকায় প্রচারণা করছিলেন বলে সহকর্মীরা জানান। তাদের দাবি, মোটরসাইকেলে এসে দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। হাসপাতালে তারা আরও জানান, তার জন্য জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্ত প্রয়োজন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা খবর পেয়েছি যে তিনি বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি আমরা এখনও নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। টিম নিশ্চিত করলে বিস্তারিত জানানো হবে।”
হঠাৎ এই হামলার ঘটনায় তার রাজনৈতিক কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। হাসপাতালের সামনে ভিড় জমেছে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের।
সাজু/নিএ
সর্বশেষ খবর