ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে পোস্ট দেন তিনি।
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।

গুলিবিদ্ধ হওয়ার ঘটনার আগে থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল শরিফ ওসমান হাদির। গত নভেম্বর মাসেই তিনি জানিয়েছিলেন, দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে ওসমান হাদি তার নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে আওয়ামী লীগের ঘাতকদের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছিলেন, গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো—আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।
নির্বাচনী প্রার্থীর ওপর এমন হামলার ঘটনায় নির্বাচনকালীন নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর