বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালপুর উপজেলা শাখার কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তারিখে টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ ও সদস্য সচিব মো. আব্দুল বাতেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালপুর উপজেলা ছাত্রদলের বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।
এরই মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নুরুন্নবী আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে সিদ্ধান্তটির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের কারণ উল্লেখ না থাকলেও, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই স্থগিতাদেশের মাধ্যমে গোপালপুর উপজেলা ছাত্রদলের কার্যক্রম জেলা ছাত্রদলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত পুরোনো কমিটির সকল কার্যক্রম বন্ধ থাকবে।
সাংগঠনিক দিক থেকে এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।
মাসুম/সাএ
সর্বশেষ খবর