ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে শহরে কানাইখালী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মিরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় কানাইখালী প্রেসক্লঅব চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশটিতে শহর আমীর অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে ও সেক্রেটারী আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর আসনের এমপি প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল ও জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ।
বক্তারা বলেন, তফশিল হওয়ার সাথে সাথে একটি চক্র গোষ্টির মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে সুষ্ঠু ভোট হলে তারা ক্ষমতায় যেতে পারবেনা। হাদি চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর