নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নবাগত ওসি লুৎফর রহমান কিশোরগঞ্জ প্রেসক্লাবে ১২ ডিসেম্বর রাতে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।
প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ তনার সভাপতিত্বে নবাগত ওসি লুৎফর রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেন, কিশোরগঞ্জ’র সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে থাই প্রতারণার প্রবণতা বেশী। ভিকটিমরা সকলেই বহিরাগত। তথ্য-উপাত্ত কেউ যথাসময়ে না দিয়ে থাকলে পদক্ষেপ গ্রহন করা কঠিন হয়ে পরে।
এর পরেও পুলিশ অনুমাননির্ভর তথ্যের উপর অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনে। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স অবস্থানে আছি। আপনারা সহযোগিতা করলে আমরা অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারব। এর আগে নবাগত ওসির প্রেস ক্লাবে আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি ফজল কাদির, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি শামীম হোসেন বাবু, আজকের পত্রিকার প্রতিনিধি সিএসএম তপন, জনকন্ঠ পত্রিকার প্রতিনিধি সামসুজ্জামান সুমন, মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি বিপিএম জয়, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মিল্লাত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার কর্মরত এস আই কাজী রিপন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য একরামুল হক, কিশোরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য আব্দুস সামাদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি শাহজাহান সিরাজ, খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মাফি মহিউদ্দিন, মর্নিং গেøারী পত্রিকার প্রতিনিধি লাতিফুল আজম, দৈনিক ডেসটিনি উপজেলা প্রতিনিধি মোরছালিন, জনবানী পত্রিকার প্রতিনিধি রাশেদ নিজাম, সেন্টাল নিউজ বিডি অনলাইন প্রতিনিধি শুভ, আলোকিত সকালের উপজেলা প্রতিনিধি আদর আলী সহ আরোও অনেকে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর