আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর-১ আসনে ১১ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে মোট ভোটার ৪ লাখ ৭০ হাজার ৬২৯জন। যার মধ্যে পুরুষ ভোটার, ২ লাখ ৩৯ হাজার ৮১৮ জন, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৯৯জন ও হিজারা ভোটার রয়েছে ১২ জন।
স্বাধীনতার পর বেশির ভাগ সময় এই আসনটি ছিল বিএনপির দখলে। ২০০৮ সাল থেকে এখানে দখল নেয় আওয়ামী লীগ। বিএনপি এই আসনে আবার তাদের সেই আধিপত্য প্রতিষ্ঠা করতে সভা সমাবেশের, গণসংযোগের মাধ্যমে সক্রিয় হচ্ছে।
বিএনপি থেকে এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, তিনি দলের জন্য,মামলা-হামলা,জেল,জুলমসহ বহু ত্যাগ স্বীকার করেছেন। ওনার পক্ষে দলের বেশ কয়েকজন নেতাকর্মী জানান, দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। এখন তাঁরা জেগে উঠেছে এবং তাঁদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চান।
জামায়াতে ইসলামী: জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মনোনীত প্রার্থী দলের কর্মপরিষদ সদস্য মো. ইব্রাহিম ভূঁইয়া। ভোটারদের মন জয়ে তিনি ও দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি জানান, এলাকার মানুষের জন্য কাজ করছি। মানুষ পরির্বতন চায়। সুষ্ঠ¦ ভোট হলে নির্বাচনে জয়লাভের বিষয়ে আমি আশাবাদী, জনগণের সমর্থন আমি পাব।
এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ : এনসিপি থেকে প্রথমে দলের সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী প্রথমে প্রচারণা চালালে ও অনিবার্য কারণবশত তার পদ স্থগিত হলে পরর্বতীতে এ আসনে এনসিপির পক্ষে দল থেকে মনোনয়ন পায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল। তিনিও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। সুষ্ঠ ভোট হলে তিনি ও শতভাগ আশাবাদী বলে জানান তিনি।
অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটির প্রার্থী জেলা কমিটির উপদেষ্টা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা কমিটির সভাপতি মাওলানা শওকত হোসেন সরকার। তিনি ও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।
এদিকে সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা এবার হিসাব নিকাশ করে ভোট দেবেন। কোনো মার্কা বা দলের প্রার্থীর বিবেচনা করা হবে না। যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচন এলেই প্রার্থীরা প্রতিশ্রুতির ঝুলি নিয়ে হাজির হন; কিন্তু নির্বাচন শেষ হলে তাঁদের দেখা মেলে না।
কোনো প্রয়োজনে তাঁদের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ মানুষের পক্ষে নানা ধাপ পার হওয়া খুবই কষ্টকর। কিন্তু এরপর আমাদের সুখ-দুঃখে অতীতে যাঁরা পাশে ছিলেন, এবার আমরা তাঁদেরই ভোট দেব।
মাসুম/সাএ
সর্বশেষ খবর