জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ কার্যবছরের জাতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের পরিচিত ও সক্রিয় নেতা আরেফিন রাফি আহমেদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেল রেডিসনে অনুষ্ঠিত নির্বাচন ও দিনব্যাপী ভোটগণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে জাতীয় প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই বিশিষ্ট নেতা—আরেফিন রাফি আহমেদ ও আলতামিশ নাবিল। দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধি এবং ন্যাশনাল কাউন্সিল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়। বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশের নেতৃত্বের দায়িত্ব লাভ করেন আরেফিন রাফি আহমেদ।
বিজয় ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই বিজয় শুধু আমার একার নয়। এটি জেসিআই বাংলাদেশের প্রতিটি সদস্য, প্রতিটি লোকাল অর্গানাইজেশন এবং যারা আমার ওপর আস্থা রেখেছেন—সবার সম্মিলিত অর্জন। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল ও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আমি বিশ্বাস করি, ২০২৬ সালে আমরা একসঙ্গে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে পারবো।”
আগামী এক বছরের জন্য জাতীয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তাঁর নেতৃত্বে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে ঐক্য, উদ্ভাবন, প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিকাশ—এই চারটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর