গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন নিবিড় পর্যবেক্ষণে। তার ওপর হামলাকারীদের ধরতে এরইমধ্যে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে, ইনকিলাব মঞ্চের সদস্য এবং ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তিনজনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে একটি ছবি দিয়ে গোল করে ওই তিনজনকে আলাদা করে জুমা। আর পোস্টে লেখেন্ম, এই তিনজনকে যেকোনো মূল্যে ধরিয়ে দিন। বাংলাদেশের জনতা আপনারাই ইনকিলাব কর্মী, আপনারাই এই ভার হাতে নিন।
পরে তিনি আরও বলেন, প্রশাসন কোথায় আমাদের আপডেট দিবে, তা না করে উল্টো আমাদের কাছেই আপডেট চাইতেছে।
এর আগে, ওই তিনজনের মধ্যে একজনের ছবি প্রকাশ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশও হামলাকালী ওই সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য চায়।
যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের একজন সদস্য। মোহাম্মদ ওসামা নামের ওই সদস্য জানান, একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায়।
তার দাবি, ‘এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল। মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি। কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয়।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর