ফরিদপুরের ভাঙ্গায় মামাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে ভাগ্নের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মামা ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের মৌলভীডাঙ্গী এলাকার আব্দুর রশিদ মাতুব্বরের সাথে ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রশিদ মাতুব্বরে বাড়িতে তার ভাগ্নে শাহিন ওরফে বাবু মুন্সী, বাকী মুন্সী ও দুলাল মুন্সী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে হামলা চালায়। এ সময় বাকী মুন্সির হুকুমে মামা আব্দুর রশিদ মাতুব্বরকে ভাগ্নে শাহিন ওরফে বাবু মুন্সী বেধড়ক মারপিট করে। এ সময় ঘরে থাকা ৩৭ হাজার টাকা ও ৮ আনা ওজনের স্বর্ণের চেইন দুলাল মুন্সী লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আব্দুর রশিদ মাতুব্বর বলেন, আমি সকালবেলা উঠানে বসে রোদে ভাত খাচ্ছিলাম এ সময় আমার ভাগ্নে শাহিন ওরফে বাবু মুন্সী আমার বোন নুরুন্নাহার বেগম এসেই বিশ্রী ভাষায় গালিগালাজ করে। পরবর্তীতে বাকী মুন্সীর হুকুমে আমাকে শাহিন ওরফে বাবু মুন্সী বেধরক মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। আমি নিরুপায় হয়ে ভাঙ্গা থানা একটি অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে বাবু ওরফে শাহিন মুন্সীর মা নুরুন্নাহার বেগম জানান, আমার ভাইকে আমার ছেলে আমাকে বিশ্রি ভাষায় গালিগালাজ করার জন্য একটা লাঠি দিয়ে বারি দিয়েছে। আমি তৎক্ষণাৎ আমার ছেলেকে জুতাপেটা করি। এ ছাড়া আর কিছুই ঘটেনি সম্পূর্ণ অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মকবুল জানান ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের মৌলভীডাঙ্গী এলাকায় মারামারির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর